গ্যাস নেওয়াকে কেন্দ্র করে অটোচালক খুন 

মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০৫:৪৪ পিএম গ্যাস নেওয়াকে কেন্দ্র করে অটোচালক খুন 

মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে উপজেলার শমশেরনগরে সিটি লভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশা চালকের নাম জলিল মিয়া (২৬)। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে সিএনজি ফিলিং স্টেশনে আগে গ্যাস ফিলিং করতে কারের লাইনে চলে যান অটোচালক জলিল মিয়া। এ সময় কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফি আহমদকে বহনকারী প্রাইভেট কার ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। সে সময় আগে গ্যাস নেওয়া নিয়ে ওই গাড়ির চালক হামিদ মিয়ার সঙ্গে জলিলের তর্কাতর্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। এসময় জলিলকে ছুরিকাঘাত করা হয়। তখন ভাইকে বাঁচাতে আসা কাশেম মিয়াকেও মারধর করা হয়। 

ঘটনার পর এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় জলিল মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জলিল মিয়াকে মৃত ঘোষণা করেন। 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাজেদুল কবির বলেন, “অটোচালকের শরীরে অনেক ছুরিকাঘাত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

এদিকে, জলিল মিয়ার মৃত্যুর খবরে এলাকাবাসী ও অটোরিকশা চালকরা শমসেরনগর-কমলগঞ্জ সড়কে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শুক্রবার দুপুর ১২ টার দিকে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।