মাটি কাটতে গিয়ে মিললো সোনালি মূর্তি

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ১১:৩৮ এএম মাটি কাটতে গিয়ে মিললো সোনালি মূর্তি

সাতক্ষীরায় পুকুরের মাটি কাটার সময় একটি সোনালি রংয়ের মূর্তি পাওয়া গেছে। মূর্তিটি ৪০০ বছরের পুরনো বলে জানিয়েছেন স্থানীয় স্বর্ণকার।

শনিবার (০৬ মার্চ) সকাল ১০টার দিকে তালা উপজেলার কুমিরা এলাকার বাবুর পুকুরে ইটভাটার মাটি কাটার সময় মূর্তিটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, মোল্লা ব্রিকসের লোকজন বাবুর পুকুরে মাটি কাটছিলেন। মাটি কাটার সময় মূর্তিতে কোদালের কোপ লাগে। সঙ্গে স্বর্ণের মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি হেফাজতে নেয়।

পাটকেলঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, “ইটভাটার মাটি কাটার সময় মূর্তিটি পাওয়া যায়। সেটি এখন পুলিশ হেফাজতে রয়েছে। স্বর্ণকার পরীক্ষা করে জানিয়েছেন এটি স্বর্ণের নয়, পিতলের মূর্তি।”

তিনি আরো জানান, মূর্তির ওজন এক কেজি ৪০০ গ্রাম। স্বর্ণ সদৃশ এই মূর্তি ৪০০ বছরের পুরনো বলে জানিয়েছেন স্বর্ণকার।