পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৩:৩৩ পিএম পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

বগুড়া শহরের তিনমাথা এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় মাহফুজুর রহমান বিপুল (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে ওই যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। 
আটক মাহফুজার রহমান বিপুল নাটোর জেলার সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে। 

জানা গেছে, সোমবার সকালের দিকে তিনমাথা এলাকায় বিপুল রিকশা-ভ্যান চালকদের কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায় করছিল। এসময় বিপুল পুলিশের লোগো সংবলিত গেঞ্জি পরিহিত ছিল। এক পর্যায়ে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবরে মেডিকেল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে বিপুলের ভুয়া পুলিশ পরিচয় ধরা পড়ে। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আটক বিপুল ভুয়া পুলিশের পরিচয়ে টাকা আদায় করছিল।