কারখানাসহ ১২ ইটভাটাকে ৬১ লাখ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ১০:০৩ পিএম কারখানাসহ ১২ ইটভাটাকে ৬১ লাখ টাকা জরিমানা

সাভারে পরিবেশ দূষণ ও অবৈধভাবে জমি থেকে মাটি কাটার অভিযোগে ১২টি ইটভাটা ও একটি রিসাইক্লিলিং কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ৬১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব ও হায়াত মাহমুদ রকিব এবং পরিদর্শক প্রতীক ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার চারপাশের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চলছে। এর অংশ হিসেবে সাভারে অভিযান চালিয়ে অবৈধ এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একটি রিসাইক্লিলিং কারখানাতেও অভিযান চালানো হয়। 

অভিযান চলাকালীন সময়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাভার ফায়ার সর্ভিসের একটি দল উপস্থিত ছিল।