ভুট্টার ফলন ও দামে খুশি চাষিরা

কিশোরগঞ্জ (হোসেনপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০২১, ০৪:৩৯ পিএম ভুট্টার ফলন ও দামে খুশি চাষিরা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন জায়গায় ভুট্টার ফলন ভালো  হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার উৎপাদন খরচ কম থাকায় বেড়েছে ভুট্টার চাষ। বাজারে বেশি দামে বিক্রি করতে পেরে চাষিদের মুখে হাসি ফুটেছে।

উপজেলার রামপুর, শাহেদল, চরপুমদীসহ বিভিন্ন গ্রামে চাষিরা ভুট্টা ক্ষেতে পরিচর্যা নিয়ে ব্যস্ত দেখা যায়। 

উপজেলা কৃষি অফিস জানায়, রবি মৌসুমে উপজেলায় চরাঞ্চল ও ৬টি ইউনিয়নে একশ সাত হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। দেশে অনুকূল আবহাওয়া থাকায় ভুট্টার ফলন ও হয়েছে অধিক।

ভুট্টা চাষি নেকবর আলী, হুমায়ুন, কাজলসহ অনেকেই জানান, প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে এ বছর ভুট্টার অধিক ফলন হবে এবং বাজারে ভুট্টার দাম অনেক বেশি। তাই অন্যান্য ফসলের ক্ষতি পুষিয়ে আনা সম্ভব হবে ও বলে জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরুল কায়েস জানান, রবি মৌসুমে উপজেলায় এন কে ৪০ পাইওনিয়ার, টাইটান, সুপার নাইন জাতের ভুট্টা আবাদ হয়েছে। তবে ভুট্টা চাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করে বিভিন্ন রোগবালাই থেকে ভুট্টাক্ষেতকে রক্ষা করলে অধিক ফলন পাওয়া যাবে বলে জানান তিনি।