করোনা মোকাবেলা

নিষেধ না মানায় ৩০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৭:৫৩ পিএম নিষেধ না মানায় ৩০ হাজার টাকা জরিমানা

উখিয়ায় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ৩৪ জনকে ৩০ হাজার ১০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৫ এপ্রিল) বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান পৃথক অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) শাকিল আহমেদ এবং ওসি আহাম্মদ সনজুর মোরশেদ নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় মাইকিং এর মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, লকডাউন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা না মানলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।