লকডাউনে ঘটা করে বিয়ে, কনের বাবার জরিমানা

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ১১:০৯ এএম লকডাউনে ঘটা করে বিয়ে, কনের বাবার জরিমানা

করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। তার মধ্যে রয়েছে সব ধরনের জনসমাগম এড়িয়ে যাওয়ার নির্দেশনাও। এই সময়টাতে বিয়েসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনে রয়েছে নিষেধাজ্ঞা।

কিন্তু এই বিধিনিষেধর মধ্যেই ঘটা করে মেয়ের বিয়ের আয়োজন করেছেন নোয়াখালীর সেনবাগের আবদুর রশিদ। অতিথি আপ্যায়নেও কমতি রাখেননি তিনি। ব্যাপক লোকসমাগমের মধ্য দিয়ে আয়োজন করেন অনুষ্ঠানের।

কিন্তু তাতে বাদ সাধেন ভ্রাম্যমাণ আদালত। কঠোর নিষেধাজ্ঞার মধ্যে বিয়ের আয়োজন করে জনসমাগম করায় আবদুর রশিদকে ১০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমার আদালত। 

ঘটনাটি ঘটেছে বুধবার (৭ এপ্রিল) দুপুরে সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের নাজিরনগর গ্রামে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ক্ষেমালিকা চাকমা জানান, সরকার করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন ঘোষণা করেছে। হাট-বাজার, সভা-সমাবেশ ও বিয়ে-শাদিতে গণজমায়েতের ওপর বিধিনিষেধ আরোপ করে। সরকারের ওই বিধিনিষেধ অমান্য করে ঘটা করে বিয়ের আয়োজন এবং গণজমায়েত সৃষ্টি করায় ওই জরিমানা আদায় করা হয়।