মুহুরী নদীতে ধরা পড়ল ২২ কেজির বোয়াল

ফেনী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ১০:৩৯ এএম মুহুরী নদীতে ধরা পড়ল ২২ কেজির বোয়াল

ফেনীতে জেলেদের জালে উঠে এলো ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ।

রোববার (১১ এপ্রিল) পরশুরাম উপজেলায় মুহুরী নদীতে ধরা পড়ে বিশাল এই মাছটি।

স্থানীয়রা জানান, দুপুরে জেলেরা জাল নিয়ে পরশুরাম উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন মুহুরী নদীর কালিকাপুর এলাকায় মাছ ধরতে যান। নদীতে জাল ফেললে ২২ কেজি ওজনের মাছটি ধরা পড়ে।

বোয়াল মাছটি জেলেরা মাছ ব্যবসায়ী আবদুল মান্নানের কাছে ২০ হাজার টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ২২ কেজি ওজনের ওই বোয়ালটি ২০ হাজার টাকায় কিনেছি। পরে পরশুরাম বাজারে নিয়ে মাছটির দাম হাঁকা হয় ২৫ হাজার টাকা। তবে সন্ধ্যায় ২২ কেজি ওজনের বোয়ালটি ২৪ হাজার টাকায় বিক্রি করেছি।