প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

বরিশাল প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ০৭:১৩ পিএম প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

বরিশালে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা ও অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় চারুকলা বরিশাল নামে একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক প্রতীকী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ছবি তোলার মধ্য দিয়ে প্রতীকী এই মঙ্গল শোভাযাত্রা শেষ হয়। তবে এ সময় পুলিশ তাদের দ্রুত সেখান থেকে সরিয়ে দেয়।

এছাড়া চারুকলা বরিশালের উদ্যোগে বাংলা বর্ষ বরণ উপলক্ষ্যে অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

এরআগে সকাল ৭টায় নগরীর বিএম স্কুল মাঠে উদীচী বরিশালের উদ্যোগে সংক্ষিপ্ত আয়োজনে বাংলা বর্ষবরণ করা হয়।