চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ০১:০২ পিএম চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামে শ্রমিক-পুলিশের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শুভ (২৩), মো. রাহাত (২৪), আহমদ রেজা (১৯), রনি হোসেন (২২) ও রায়হান (২০)। আহতদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে গ্রামবাসী এতে যুক্ত হয়।” 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বিদ্যুৎকেন্দ্রে বেতনভাতা নিয়ে শ্রমিকরা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে পাঁচজন নিহত হন।