অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০৮:৩৫ পিএম অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে কারাদণ্ড

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীর মুরাদবাদ ঘাটের বালু মহালে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাহেব আলীকে (৬০) আটক করে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার পার্থর্শী ইউনিয়নের মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হীরক কুমার দাস।

আটককৃত সাহেব আলীকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হীরক কুমার দাস জানান, মুরাদাবাদ ঘাটে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল সাহেব আলী।

খবর পেয়ে দুপুর ১২টায় মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনকারী সাহেব আলীকে আটক করা হয়। 

তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

 এসময় বালু উত্তোলনে ব্যাবহৃত ড্রেজার মেশিন ধংস্ব করা হয়েছে। 

তিনি আরো বলেন, "পরবর্তীতে যমুনা নদীর বালু মহালে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বালু উত্তোলনকারীদের।"