সেই তল্লা মসজিদের পাশের ভবনে বিস্ফোরণ, দগ্ধ ১১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ১০:২৭ এএম সেই তল্লা মসজিদের পাশের ভবনে বিস্ফোরণ, দগ্ধ ১১ 

নারায়ণগঞ্জের সেই তল্লা মসজিদের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ছয়টার দিকে ফতুল্লার তল্লার জামাইবাজার এলাকার এ ঘটনা ঘটে।

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফী এই তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধ ১১ জনের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আব্দুল্লাহ আল আরিফী বলেন, “ভবনের তৃতীয় তলায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

এর আগে, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ চলাকালে পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

তখন ৩৮ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনার সাড়ে সাত মাস পর মসজিদটির পাশেই আরেকটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটল।