ফেসবুকে সরকারবিরোধী প্রচার, ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২১, ১১:৫১ পিএম ফেসবুকে সরকারবিরোধী প্রচার, ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার ১

ফেসবুকে প্রধানমন্ত্রী ও সরকারবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে এক ইউনিয়ন পরিষদ মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ মে) দুপুর ২টার দিকে সদর উপজেলার চাঁপুইর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের নাম মো. শরীফ ভূঁইয়া। তিনি মাছিহাতা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। শরীফ চাঁপুইর গ্রামের মো. রুস্তম ভূঁইয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি রইছ উদ্দিন বলেন, হেফাজতের তাণ্ডবের সময় শরীফ তার ফেসবুক আইডি থেকে সরকারবিরোধী প্রচারণা চালানো হয়। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় দেখা যায়, শরীফ তার বক্তব্যে প্রধানমন্ত্রীসহ দেশের পাঁচজনকে সহিংসতার জন্য দায়ী করেন। এ সংক্রান্ত ভিডিও হাতে পেয়ে তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেয়া হয়।