চালকসহ আসামি ৪

স্পিডবোট দুর্ঘটনায় মামলা

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ১০:০৫ এএম স্পিডবোট দুর্ঘটনায় মামলা

মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনায় স্পিডবোটের চালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার (৩ মে) রাতে শিবচর থানায় মামলাটি করা হয়। মামলা বাদী নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।

মামলার আসামিরা হলেন স্পিডবোটের চালক শাহ আলম, মালিক চান্দু মোল্লা ও রেজাউল এবং বোটের ইজারাদার শাহ আলম। বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক।

সোমবার সকাল ৬টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ির বাংলাবাজার পুরোনো ঘাটে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে ২৬ জনের মৃত্যু হয়। সোমবার বিকেলে স্পিডবোটটির চালক শাহ আলমকে আটক করেছে পুলিশ।

দুর্ঘটনা তদন্তে দুপুরে ছয় সদস্যের কমিটি গঠন করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।
 

আরও সংবাদ