অবৈধ পথে ভারত থেকে আসা তিনজনের করোনা পজিটিভ

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২১, ১২:০১ এএম অবৈধ পথে ভারত থেকে আসা তিনজনের করোনা পজিটিভ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত  থেকে অবৈধভাবে আসা ২৭ জনের মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ মে) সকালে শহরের আজাদ রেস্টহাউস নামক একটি আবাসিক হোটেল থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাদের।

আটক ব্যক্তিরা বাংলাদেশের বাগেরহাট, নরসিংদী, খুলনা, নাটোর, যশোরসহ বিভিন্ন জেলার বাসিন্দা। জীবিকার সন্ধানে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছিলেন তারা।

ঝিনাইদহের সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিনা বেগম জানান, শনিবার আবার ওই তিনজনের নমুনা সংগ্রহ করা হবে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হবে।

এছাড়া আইইডিসিআর ল্যাবেও তাদের নমুনা পাঠানো হবে। দুটি ল্যাবের ফলাফল পাওয়ার পরেই জানা যাবে আক্রান্ত ওই তিনজন ভারতীয় ভ্যারিয়েন্ট বহন করছেন কি না।