ধসে পড়ল গার্ডওয়াল, আতঙ্কে ভবন ছাড়লেন বাসিন্দারা

রাজীব রাসেল, সিলেট প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৭:৫৬ পিএম ধসে পড়ল গার্ডওয়াল, আতঙ্কে ভবন ছাড়লেন বাসিন্দারা

সিলেট নগরের আম্বরখানা মনিপুরিপাড়ার তিনতলা ভবন লাগোয়া একটি গার্ডওয়াল পুকুরে ধসে পড়ায় দেখা দিয়েছে আতঙ্ক। ওই ভবনের বাসিন্দারা ভবন ছেড়ে অন্যত্র সরে গেছেন।

সোমবার (৩১ মে) বিকেল ৩টার গার্ডওয়াল ধসে পড়ে গেলে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

ভবনের বাসিন্দাদের ধারণা, গত দুই দিন হওয়া কয়েক দফা ভূমিকম্পের কারণে পুকুরপাড়ের দেয়ালটি ধসে পড়েছে। তারা আরও ধারণা করছেন, ভূমিকম্পের কারণে পুকুরপাড়ের দেয়ালটি নরম হয়ে যায় আর সোমবার সকাল থেকে টানা বর্ষণের কারণে এটি ভেঙে পড়ে।

বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে উৎসুক জনতার ভিড়। এ সময় কয়েকজন শ্রমিক বাঁশ দিয়ে পুকুরপাড়ের মাটি রক্ষার জন্য বাঁধ তৈরি করছিলেন। ওই তিনতলা ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ভবনের মালিক রঞ্জন সিংহ রাজিব বলেন, “বিকেল ৩টার দিকে পুকুরপাড়ের গার্ডওয়ালটি ধসে যায়। তারপর ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পুকুরপাড়ে দেয়াল ধসে যাওয়ার কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। পুকুরের ঠিক পাড়েই অবস্থান করছে ভবনটি। তাই ভবনের সবাইকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।”

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “ভূমিকম্প নাকি বৃষ্টি— কোন কারণে পুকুরপাড় ধসে গেছে তা এখনই বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। বিষয়টি পরীক্ষা করে তারপর বোঝা যাবে কী কারণে এটি ঘটেছে।”