ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৯, ১১:২০ এএম ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা
ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বীজতলা -ছবি : জাগরণ

 

ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। চারা শুকিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গার চাষিরা।

কৃষকরা জানান, রাতে ঘন কুয়াশা পড়ছে বীজতলায়। দিনে প্রখর রোদ থাকায় বীজতলার চারাগুলো হলুদ রঙ হয়ে যাচ্ছে। পরে চারাগুলো শুকিয়ে মরে যাচ্ছে। চারা এভাবে নষ্ট হলে বোরো মৌসুমে ধান চাষ করা সম্ভব হবে না। বীজতলা রক্ষার জন্য নানা কৌশল অবলম্বন করেও  প্রতিকার পাওয়া যাচ্ছে না।

চুয়াডাঙ্গা কৃষি অফিস জানায়, জেলা সদরসহ চুয়াডাঙ্গার ৪ উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৯২০ হেক্টর জমিতে বোরো আবাদের বীজতলা তৈরি করা হলেও তা নিয়ে এখন বিপাকে আছে কৃষকরা। 

এসএমএম