বগুড়ায় সড়কে সেনা সদস্যের মৃত্যু

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৪:২১ পিএম বগুড়ায় সড়কে সেনা সদস্যের মৃত্যু

বগুড়ায় মোটর সাইকেলের ধাক্কায় আমজাদ হোসেন (৪০) নামের একজন সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বনানী-মাটিডালি সড়কে র‌্যাব-১২ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি জাহাঙ্গীরাবাদ ক্যান্টমেন্ট সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া শহরের ফুলদিঘী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমজাদ হোসেন বাইসাইকেল নিয়ে শহরে খাবার কিনতে যাচ্ছিলেন। র‌্যাব ক্যাম্পের সামনে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, দুর্ঘটনার পর চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে গেছেন। র‌্যাব মোটরসাইকেলটি তাদের হেফাজতে নিয়েছে।