শেবাচিম হাসপাতাল অক্সিজেন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বরিশাল প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৪:২২ পিএম শেবাচিম হাসপাতাল অক্সিজেন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট নিরসন করে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শেবাচিমের করোনা ওয়ার্ডের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েকজন রোগীর স্বজনরা।

বক্তারা করোনা ওয়ার্ডে অক্সিজেনের ভয়াবহ সংকটের কথা তুলে ধরেন। অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়ার অভিযোগ করেন তারা। বক্তারা অক্সিজেন সংকট সমাধান করে করোনা ওয়ার্ডে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

এদিকে করোনা ওয়ার্ডে অক্সিজেন ব্যবস্থাপনায় সংকটের কথা স্বীকার করে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।