অবশেষে রূপগঞ্জে চামড়া কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৪:০৫ পিএম অবশেষে রূপগঞ্জে চামড়া কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৪ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৪টি ইউনিট কাজ করেছে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভেতরে আমাদের সার্চিং অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এই কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আমাদের একটি তদন্ত কমিটি হবে। কমিটির রিপোর্টে এ বিষয়ে জানা যাবে। প্রাথমিকভাবে আমরা কোনো হতাহতের খবর পাইনি।

দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জাগরণ/এসকে