ছাগলের দুধে বেড়ে উঠছে বাঘের শাবক

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১০:০৬ এএম ছাগলের দুধে বেড়ে উঠছে বাঘের শাবক

চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘ শুভ্রা গত ২৬ আগস্ট জন্ম দেয় একটি ডোরা কাটা শাবক। তবে জন্মের পর থেকেই মায়ের বিমাতা সুলভ আচরণের কারণে শাবকটি বড় হচ্ছে চিড়িয়াখানার কর্মীদের তত্ত্বাবধানে। 

গত ২৩ দিন ধরে বাঘ শাবকটিকে লালন পালন করছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। মায়ের দুধের পরিবর্তে ছাগলের দুধ খেয়ে বেড়ে উঠছে বাঘ শাবকটি। 

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, একটি বাঘ মূলত আড়াই থেকে তিন বছর বয়সে বাচ্চার জন্ম দিতে পারে। সে হিসাবে তিন বছরের মাথায় এবার প্রথমবার বাচ্চা এল শুভ্রার ঘরে। সমস্যা হলো বাচ্চার জন্ম দিলেও লালন পালনে খুব একটা আগ্রহী নয় মা। অন্যদিকে বাঘের বাচ্চার মৃত্যুহার অনেক বেশি। তাই আমরা মায়ের কাছ থেকে আলাদা করে বাচ্চাটির যত্ন নিচ্ছি। 

তিনি আরো বলেন, বাঘের দুধ তো খাওয়ানো সম্ভব নয়, তাই এটিকে লালন-পালন করা হচ্ছে ছাগলের দুধ পান করিয়ে।

জাগরণ/এমআর