নোয়াখালীর চৌমুহনীতে ১৪৪ ধারা জারি

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১২:৪৩ এএম নোয়াখালীর চৌমুহনীতে ১৪৪ ধারা জারি
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এলাকায় শনিবার (১৬ অক্টোবর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার (১৫ অক্টোবর) রাতে এই তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার জানান, ১৪৪ ধারা চলাকালীন লোকাল সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দূরপল্লার যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও চৌমুহনীর কোথাও দাঁড়াতে পারবে না।

এর আগে শুক্রবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে জুমার নামাজ শেষে একটি ধর্মীয় মিছিল থেকে শহরের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাট, একাধিক মন্দিরে হামলা-ভাঙচুরে ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর আনুমানিক সোয়া দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিক্ষিপ্তভাবে হামলা-ভাঙচুর হয়।

এ ঘটনায় ইস্কন মন্দির এলাকায় যতন সাহা নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশত।

জাগরণ/এমএ