কুমিল্লায় সহিংসতা বৃদ্ধি, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০২:২৯ পিএম কুমিল্লায় সহিংসতা বৃদ্ধি, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর
ছবি- জাগরণ।

কুমিল্লার বরুড়ায় নির্বাচনী সহিংসতা বাড়ছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে।

কুমিল্লার বরুড়ায় নির্বাচনী সহিংসতা চরম রুপ ধারণ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে রাস্তায় ফেলে দিয়ে নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসটিতে সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে বরুড়ার ঝলম ইউনিয়ন নিবার্চনে নৌকা মার্কার প্রার্থীর। বেশির ভাগ বিদ্রোহ পার্থীরা এসব কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঝলম বাজার নির্বাচনী অফিস ভাংচুর।

স্থানীয় সূত্রে জানা যায়, আদ্রা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটরবাইক প্রতীকের রকিবুল হাসান লিমনের নির্বাচনী অফিসে বৃহস্পতিবার রাত তিনটার দিকে এই আগুন দেয়া হয়।

প্রার্থী রকিবুল হাসান বলেন, ‘প্রতিপক্ষের লোকজন আমার জনপ্রিয়তা দেখে নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়। রাত ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, রাতে মৌখিক অভিযোগ পেয়েছি। শুক্রবার লিখিত অভিযোগ দিতে বলেছি। তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বরুড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এসকেএইচ//