রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৫:১২ পিএম রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার
ছবি- জাগরণ।

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদীতে রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আজ বুধবার (১ ডিসেম্বর) সকালে এই মরদেহটি উদ্ধার করা হয়।

সকালে এলাকাবাসী জিনারদী এরাকার বড়িবাড়ি নামক স্থানে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ উল্লেখিত স্থান থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহটি উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, জিনারদীর বড়িবাড়ি এলাকায় একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশের ধারণা, ট্রেনের ঠাক্কায় যুবকের মৃত্যু হয়ে হয়ে থাকতে পারে। তবে এখনো পর্ষন্ত মৃত্যুর কারণ ও যুবকের পরিচয় পাওয়া যায়নি।

 

এসকেএইচ//