২০০ প্রান্তিক নারী পেল নোয়াখালী পৌরসভার ব্যবসায়ীক সহায়তা

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০১:৩৫ পিএম ২০০ প্রান্তিক নারী পেল নোয়াখালী পৌরসভার ব্যবসায়ীক সহায়তা
ছবি- জাগরণ।

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর ২০০ নারীকে ব্যবসায় সহায়তা স্বরূপ ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছে নোয়াখালী পৌরসভা। 

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে চেক তুলে দেন পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধিন এ অনুদান দেয়া হয়। এ অনুদান দিয়ে প্রান্তিক নারীরা পুরুষের পাশাপাশি পরিবারে আর্থিক অবদান রাখবে। কুটিরশিল্প, সেলাই, হাসমুরগি পালনসহ ক্ষুদ্রভাবে ব্যবসা গড়ে তুলবে। এর মধ্য দিয়ে পরিবারে নারীর ক্ষমতা আরো শক্তিশালী হবে। 

মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, অনুদান ক্ষুদ্র হলেও সঠিকভাবে নারীরা এ অর্থ কাজে লাগায় তাহলে পৌর এলাকার প্রান্তিক নারীরা নিশ্চিত স্ব স্ব পরিবারে অবদান রাখবে। একনিষ্ঠভাবে কাজ করলে প্রত্যেক নারী এক একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হবে। এতে করে পৌরসভা এলাকায় কোনো অসহায়-দরিদ্র মানুষ থাকবে না। এ প্রকল্পের অধিন পৌরসভার ১৫ হাজার পরিবার ইতোমধ্যে সহায়তা পেয়েছে। আগামী দিনেও সরকারের এ প্রকল্প চলমান থাকবে। 

অনুদান প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া, সচিব শ্যামল দত্ত, কাউন্সিলর জাহিদুর রহমান শামিম, বদরুল আহসান বাবলু, রফিকুল বারী আলমগীর, প্রকল্পের টাউন ম্যানেজার লিয়াকত আলী ও উপকারভোগী নারীরা। 
 

 

এসকেএইচ//