নরসিংদীতে নবান্ন উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান  

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৮, ০৪:৫৫ পিএম নরসিংদীতে নবান্ন উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান  

 

 

নরসিংদীতে নবান্ন উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

নরসিংদী শিল্পকলা একাডেমির পরিবেশনায় লিয়াকত আলী লাকির ভাবনা ও পরিকল্পনায় জেলা পর্যায়ে শিল্পের শহর শীর্ষক অনুষ্ঠানে আলোচনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ্য প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, জেলা কালচারাল কর্মকর্তা শাহেলা খাতুন  ও প্রভাষক জহিরুল হক মৃধা। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাসুদুল হক, মেহেদী হাসান কাউছার, মাধবদী ভাই গিরিশ চন্দ্র সেন পাঠাগারের সভাপতি শাহিনুর মিয়া, মহশিন আর্ট স্কুলের পরিচালক মহশিন করিসহ গণ্যমান্য ব্যক্তিরা।  

শেষে নরসিংদী শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নবান্ন উৎসব উপলক্ষে সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। 

এস.সি/