ব্রেক্সিট দ্বন্দ্বে লেবার পার্টি ছাড়লেন ৭ এমপি

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৯:২৮ এএম ব্রেক্সিট দ্বন্দ্বে লেবার পার্টি ছাড়লেন ৭ এমপি
ছবি: সংগৃহীত

 

যুক্তরাজ্যে ব্রেক্সিট বিরোধের জের ধরে দল ছাড়লেন লেবার পার্টির ৭ এমপি। ব্রেক্সিট নিয়ে লেবার পার্টির নেতা জেরেমি করবিনের আগের অবস্থান বদলানোর প্রতিবাদে সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে দল ছাড়ার ঘোষণা দেন তারা।

দলের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ছড়ানোরও অভিযোগ এনেছেন তারা। করবিনের অবস্থান এতদিন ব্রেক্সিটের বিরুদ্ধের হলেও এখন এর পক্ষেই সাফাই গাইছেন তিনি।

তার এ অবস্থানকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন ওই ৭ এমপি। এদিকে আগামী দিনে আরেকটি ব্রেক্সিট গণভোটের দাবিতে ২৩ মার্চ বিরোধীদের র‌্যালি ও সমাবেশের সমালোচনা করায় তোপের মুখে পড়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ মন্ত্রী মারটিন কালাহান। 

রোববার রাত থেকেই লেবার দলের এমপিদের পদত্যাগের গুঞ্জন শুরু হয়। এরপর সোমবার খুব দ্রুতই আয়োজন করা হয় সংবাদ সম্মেলন।

সেখানে ওই ৭ এমপি জেরেমি করবিনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। স্টিফেন কিনোক তাদের দলে থেকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। খবর এএফপি ও বিবিসির। 

বিএস