রাজধানীতে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২০, ১০:৩২ এএম রাজধানীতে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক

প্রশ্নপত্র ফাঁসের নামে ভুয়া প্রশ্ন সরবরাহ করে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। আটকরা হলেন- নাসির বিল্লাহ (২৪), জুবায়ের (২৫), জাহিদ (২৩), সেলিম হোসেন (২৮), সেলিম উদ্দিন (২৫), ফিরোজ (৩৯), শাহজাহান (২৫) ও আসাদ সিকদার (৫৫)। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভুয়া চাকরি প্রদানের নানাবিধ নথিপত্র ও সরঞ্জামাদিসহ ভুয়া প্রশ্নপত্র ফাঁসের একাধিক তথ্য জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। 
র‌্যাব জানায়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপে ভুয়া প্রশ্ন সরবরাহের মাধ্যমে এসএসসি পরিক্ষার্থীদের বিভ্রান্ত করে মোটা অংকের টাকা আদায় করে আসছিল। এছাড়া ওই চক্রটি গ্রামের বেকার ও নিরীহ যুবকদের টার্গেট করে চাকরি দেয়ার নামে শতাধিক জনের সঙ্গে প্রতারণা করেছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচ এম/ এফসি