মুজিববর্ষ নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ০৯:৪৪ পিএম মুজিববর্ষ নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ● ফাইল ছবি

মুজিববর্ষ কেন্দ্র করে কেউ নাশকতা বা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, নাশকতা প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ অপপ্রচার চালাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত নিরাপত্তা-বিষয়ক উপকমিটির সভা শেষে সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষের অনুষ্ঠানে নাশকতার কোনও আশঙ্কা নেই। গোয়েন্দাদের কাছ থেকে এমন কোনও তথ্য পাওয়া যায়নি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে লক্ষাধিক অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন। এজন্য স্থানীয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

ঢাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেলায় ১১টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। বিষয়টি চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসএমএম