পাপিয়ার বড় অঙ্কের টাকার খোঁজে মাঠে সিআইডি

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ০৯:৪৮ পিএম পাপিয়ার বড় অঙ্কের টাকার খোঁজে মাঠে সিআইডি
শামীমা নূর পাপিয়া ওরফে পিউ ● সংগৃহীত

ক্যাসিনো কাণ্ডের এনু-রূপনের মতো পাপিয়াও বড় অঙ্কের টাকা কোথাও লুকিয়ে রেখেছেন বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এখন চলছে সেই টাকা খুঁজে বের করার চেষ্টা। সেই সঙ্গে তার কললিস্টে পাওয়া ২টি নম্বর শনাক্ত করে তথ্য বের করার চেষ্টাও করছে পুলিশ।

অবৈধ সম্পদের খোঁজে ২০টি সংস্থার কাছে তথ্য চেয়েছে সিআইডি।

ওয়েস্টিনের প্রেসিডেন্সিয়াল সুইটে অনৈতিক কর্মকাণ্ডের জন্য গ্রেফতার হন বহিষ্কৃত মহিলা যুবলীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউ। 

তিনি চার মাসে ৩ কোটি ২৩ লাখ টাকা ভাড়াবাদ পরিশোধ করেন হোটেল কর্তৃপক্ষকে।

পাপিয়ার ঢাকা ও নরসিংদীর বাসায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা জব্দ করে র‍্যাব। এত টাকা কোথায় পেলেন— এ প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে সিআইডি। তার সম্পদের উৎসও খুঁজে বের করবে সংস্থাটি।

এরই মধ্যে পাপিয়ার কাছে বড় অঙ্কের টাকা আছে বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সেই অর্থ বিশেষ কারও বাড়িতে লুকানো সন্দেহে বাড়ানো হয়েছে নজরদারি।

পাপিয়ার কললিস্ট ঘেটে ১১টি নম্বরে যোগাযোগ সন্দেহজনক মনে করছেন গোয়েন্দারা। এর মধ্যে ২টি নম্বর নিয়ে কাজ করছে পুলিশ। তবে সব নম্বরই পাপিয়া গ্রেফতারের পর থেকে বন্ধ।  পাপিয়ার নামে রেজিস্ট্রেশন করা ৮টি নম্বর থাকলেও সে ব্যবহার করতো অন্যের নামে নিবন্ধন করা দুটি নম্বর।

সিআইডি বলছে, অবৈধ ব্যবসার লেনদেন পাপিয়া কাদের সঙ্গে করতেন সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

পাপিয়ার অবৈধ সম্পদের তথ্য সংগ্রহ করে শিগগিরই মানি লন্ডারিং আইনে মামলা করা হবে বলেও জানিয়েছে সিআইডি।

এসএমএম