বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদ কারাগারে

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ০৫:৩০ পিএম বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদ কারাগারে
বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে গ্রেফতার (নিচ থেকে) ডানে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর আনুমানিক ৩টার দিকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিস) ইউনিটের একটি বিশেষ দল মিরপুর সাড়ে ১১ এলাকা থেকে মাজেদকে গ্রেফতার করে। দুপুর সোয়া ১২টার দিকে মাজেদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক জুলফিকার হায়াত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের আদেশের পরই মাজেদকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

এর আগে সকালে আবদুল মাজেদকে গ্রেফতারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সারাবিশ্বে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় মাজেদ ঢাকায় আসেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হলেও বিদেশে পালিয়ে ছিল ৬ খুনি। আবদুল মাজেদ গ্রেফতারের মধ্য দিয়ে বতর্মানে পলাতক রয়েছেন আরও ৫ জন খুনি।

২০১০ সালে বঙ্গবন্ধুর ১২ খুনির মধ্যে পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বর্তমানে বিভিন্ন দেশে পালিয়ে বেড়ানো পলাতক ৫ খুনি হলো— লে. কর্নেল (বরখাস্ত) খন্দকার আবদুর রশিদ, মেজর (বরখাস্ত) শরিফুল হক ডালিম, লে. কর্নেল (অব.) এএম রাশেদ চৌধুরী, মেজর (অব.) এসএইচএমবি নূর চৌধুরী ও রিসালদার মোসলেম উদ্দিন খান।

এসএমএম