নকল মাস্ক

সহকারী রেজিস্ট্রারের পদ হারালেন শারমিন

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২০, ১২:৩০ এএম সহকারী রেজিস্ট্রারের পদ হারালেন শারমিন
সাম্প্রতিক ছবি

এন৯৫ মাস্ক কেলেঙ্কারিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের পদ হারালেন শারমিন জাহান। তাকে বরখাস্ত করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৬ জুলাই) প্রক্টর গোলাম রব্বানী জানিয়েছেন, শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এর কারণ দেখাতে তাকে ৭ দিনের সময় দেখানো হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেলে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার শারমিন এখন রিমান্ডে রয়েছেন।

২০১৬ সালে স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান তিনি। ২৩ জানুয়ারি সেখানে লকডাউন শুরু হলে, ফেরেন দেশে। এর মধ্যে চীনে থাকা অবস্থায় ২০১৯ সালের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান খুলে শুরু করেন ব্যবসা।

কেএপি