হাসপাতালে এএসপি আনিসুলের মৃত্যুর ঘটনায় মামলা

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১০, ২০২০, ১২:১২ পিএম হাসপাতালে এএসপি আনিসুলের মৃত্যুর ঘটনায় মামলা

রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে কর্মচারীদের ধাস্তাধস্তি ও মারধরে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।  

এ তথ্য নিশ্চিত করে  আদাবর থানার (ইন্সপেক্টর অপারেশন) মো. ফারুক মোল্লা জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এই মামলায় অনেককে আসামি করা হয়েছে। এ বিষয়ে দুপুরে তেজগাঁও ডিভিশনের ডিসি সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

পরিবারের সদস্যরা জানান, পারিবারিক ঝামেলার কারণে আনিসুল মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার (০৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে আনা হয়। হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীদের ধাস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন পরিবার।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উচ্ছৃঙ্খল আচরণ করায় কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। ঘটনার পর হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে তাকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সোমবার রাতে প্রথমে ছয়জনকে আটক করে পুলিশ। পরে আরো একজনকে আটক করা হয়।

জাগরণ/এমআর