সবাইকে ইন্স্যুরেন্সের আওতায় আনা হবে : অর্থমন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২, ২০১৯, ০৭:৩০ পিএম সবাইকে ইন্স্যুরেন্সের আওতায় আনা হবে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল -ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, উন্নত বিশ্ব স্থাপনা থেকে শুরু করে সবকিছুর রিস্ক মোকাবেলায় ইন্স্যুরেন্স রয়েছে। আমাদেরও পর্যায়ক্রমে তা করতে হবে। আমাদের রূপপুর বিদ্যুৎকেন্দ্র ও পদ্মা সেতুর যাবতীয় সরঞ্জামাদি ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা হবে। বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের রিস্ক মোকাবেলায় ইন্স্যুরেন্স কাভারেজের আওতায় নিয়ে আসা হবে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের বিভিন্ন স্থাপনা ইনাস্যুরেন্স কাভারেজ নেই। এছাড়া দেশের অনেক মানুষ রয়েছেন যারা অর্থনীতির মূলস্রোতে নেই। তাদের অর্থনীতির স্রোতে নিয়ে আসতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে পর্যায়ক্রমে বিমার আওতায় নিয়ে আসা হবে। যাতে তারা অসুস্থ হলে বিমা সুবিধায় ভালো চিকিৎসা সেবা নিতে পারেন। কম প্রিমিয়ামে সবার সুবিধা নিশ্চত হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির পরিশোধিত মূলধন ৫শ কোটি টাকা করা হবে। যাতে তারা সবার বিমা সুবিধা নিশ্চিত করতে পারে। এছাড়া এই বাজেটেই দেশের কৃষকদের সুবিধায় পরীক্ষামূলকভাবে শস্য বিমা চালু করা হবে। যাতে ফসল ক্ষতিগ্রস্ত হলে তারা তাদের ক্ষতিপূরণ পান।

এআই/এএস