রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে চামড়া সংক্রান্ত বিশেষ বৈঠক

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৯, ০৫:২৫ পিএম রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে চামড়া সংক্রান্ত  বিশেষ বৈঠক

চামড়া সংক্রান্ত এক বিশেষ বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বেলা ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ট্যানারি অ্যাসোসিয়েশন, আড়তদার ও খুচরা বিক্রেতাদের প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন। সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এবারের কোরবানির পশুর চমড়ার বাজারে ভয়াবহ ধ্বস নামায় খুচরা ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা নেমে আসে। অনেক ব্যবসায়ী মূল্য কম হওয়ায় আড়তদারদের কাছে চামড়া বিক্রি না করে মাটিতে পুতে রাখে।

হতাশা নেমে আসে দেশের মাদ্রাসাগুলোতেও। চামড়ার টাকায় বেশিরভাগ মাদ্রাসার ৬ মাসের খরচের অর্থের জোগান হয়। চামড়ার ভয়াবহ দরপতন নিয়ে তোলপাড় শুরু হলে বাণিজ্য মন্ত্রণালয় তড়িঘড়ি করে কাঁচা চামড়া বিদেশে রফতানির অনুমোদন দেয়। এ নিয়ে অবশ্য ট্যানারি অ্যাসোসিয়েশন প্রতিবাদ জানিয়ে আসছিলো। অপরদিকে চামড়া আড়তদাররা বলেছেন, বকেয়া পরিশোধ করা না হলে তারা ট্যানারির মালিকদের কাছে চামড়া বিক্রয় করবেন না।

এমএএম/এসএমএম

আরও সংবাদ