প্রান্তিক চাষিদের মন ভালো নেই

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ০৬:১৩ পিএম প্রান্তিক চাষিদের মন ভালো নেই

সরকারিভাবে ধান সংগ্রহ হলেও এর সুফল পাচ্ছেন না প্রান্তিক চাষিরা। সংগ্রহ অভিযান দেরিতে শুরু হওয়ায় আগেই কম দামে ধান বিক্রি করেছেন এসব চাষিরা। এখন তাদের ঘরে নেই কোনও ধান।

আমন সংগ্রহের আর মাত্র ৮ দিন বাকি থাকলেও ধান পাওয়ায় সরকারি লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গত বছর ২ নভেম্বর সরকার সারাদেশে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ শুরুর ঘোষণা দেয়। তবে মাঠ পর্যায়ে ২০ নভেম্বর থেকে ধান ও ২ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হয়।

সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হতে দেরি হওয়ার সুযোগে বাজার নিয়ন্ত্রণে নেয় দালাল, ফড়িয়া আর প্রভাবশালীরা। তাদের প্রভাবে সরকারের তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও অনেক কৃষকই সরকারের কাছে ধান বিক্রি করতে পারেননি।

২৬ টাকা কেজি দরে ৬ লাখ টন আমন ধান সংগ্রহের লক্ষ্য নিয়ে সংগ্রহ কার্যক্রম শুরু করে খাদ্য বিভাগ। তবে ফেব্রুয়ারি শেষ হতে চললো, এখন পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে মাত্র সাড়ে ৪ লাখ টন।

ধান সংগ্রহের সময়সীমা আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবারই প্রথম আমনের মৌসুমে ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার।

ধান-চাল সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি (শুকবার) পর্যন্ত।

এসএমএম