দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৯, ২০২০, ০৩:৫৫ পিএম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান
মার্কেট মনিটরিংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ● সংগৃহীত

বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে রাজধানীতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৯ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে রাজধানীর ১৫টি মার্কেট মনিটরিং করা হয়েছে।

দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষ কষ্ট পায়— এমন আচরণ না করতে ব্যবসায়ীদের অনুরোধে করেন তারা।

জরিমানা নয়, সবাইকে সচেতন করাই ছিল অভিযানের লক্ষ্য।

ভোক্তা অধিকার জানায়, বাজারে পর্যাপ্ত নিত্য মালামাল রয়েছে , করোনা অজুহাতে কোনও পণ্যের দাম বাড়ানো অপরাধ।

এ সময় নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এসএমএম