বাংলাদেশের জিএসপি বাতিল আবেদন খারিজ ইইউ’র

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২০, ০৫:২৬ পিএম বাংলাদেশের জিএসপি বাতিল আবেদন খারিজ ইইউ’র

ইউরোপের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা (জিএসপি) বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ)।

২৪ মার্চ (মঙ্গলবার) ওই আবেদন খারিজ করে ইউরোপীয় ইউনিয়নের ন্যায়পাল কার্যালয়।

সংস্থাটি জানায়, শ্রম ইস্যুতে ইইউ ন্যায়পাল কার্যালয়ের তদন্তে কোনও ত্রুটি পাওয়া যায়নি।

তারা জানায়, বাংলাদেশের শ্রমমান উন্নয়নে বেশ ভালো পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় কমিশন। যথাযথ যোগাযোগ রক্ষা করেছে বাংলাদেশ। ভবিষ্যতে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে হলে, তা ইউরোপীয় কমিশন থেকেই নেয়া হবে।

শ্রম অধিকার নিয়ে কাজ করা চারটি সংগঠন ২০১৬ সালে ইইউ এর ন্যায়পাল কার্যালয়ে বাংলাদেশের শ্রমমান নিয়ে প্রশ্ন তুলে জিএসপি সুবিধা বাতিলের আবেদন জানায়।

এসএমএম