পোশাক খাত

সহায়তা নয়, ২ শতাংশ হারে ঋণ দেয়া হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১, ২০২০, ০৪:১৯ পিএম সহায়তা নয়, ২ শতাংশ হারে ঋণ দেয়া হচ্ছে : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ● সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনার এই সময়ে ব্যবসা বাণিজ্যে যেমন চ্যালেঞ্জ রয়েছে তেমনি নতুন করে সম্ভাবনাও তৈরি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সেনাপ্রধান ও ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, সম্ভাবনা কাজে লাগাতে রফতানি শিল্পের করণীয় নিয়েই বৈঠক হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, তৈরি পোশাক শিল্পকে কোনও আর্থিক সুবিধা দেয়া হয়নি। বরং ২ শতাংশ হারে ঋণ দেয়া হবে, যা তার কিছুদিন পর শোধ করতে হবে। 

সরকারের পক্ষ থেকে তৈরি পোশাক শিল্প বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান টিপু মুনশি।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে মালিকরা গার্মেন্টস খোলা রাখতে পারবেন।

সেনাপ্রধান জেনারেল  আজিজ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী কাজ করছে। কতোদিন তারা কাজ করবেন; সেটি প্রধানমন্ত্রীই ঠিক করবেন।

এসএমএম