অনলাইনে ২৫০ কোটি টাকার কোরবানির পশু বিক্রি

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩১, ২০২০, ০৩:২৮ পিএম অনলাইনে ২৫০ কোটি টাকার কোরবানির পশু বিক্রি
প্রতীকী ছবি

অনলাইন সংগঠন ই ক্যাব বলছে, এ বছর অনলাইনে প্রায় ২৭ হাজার গরু ছাগল ও অন্যান্য কোরবানির পশু বিক্রি হয়েছে। যার মূল্য প্রায় আড়াশো কোটি টাকা।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর এক যৌথ অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ডিজিটাল হাট সম্পর্কে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে গিয়ে ডিএনসিসি, আইসিটি ডিভিশন ই-ক্যাব, আইএসএসএল, ধানসিড়ি ও সাদিক এগ্রোর সম্মিলিত টিমকে রাতদিন পরিশ্রম করতে হয়েছে। নানা ধরনের জটিল ইস্যু ছিল এগুলো তারা আন্তরিকতার সাথে সমাধান করেছে।

তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনায় ঈদের দিন কাজ করবেন ১১ হাজার কর্মী।

কেএপি