ইউএস গ্রিন বিল্ডিং অ্যাওয়ার্ড পেলো বিজিএমইএ

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৮:৪৯ পিএম ইউএস গ্রিন বিল্ডিং অ্যাওয়ার্ড পেলো বিজিএমইএ

তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পেলো দ্যা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১। আগামী ১২ জুন সংগঠনটির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

বৃহস্পতিবার (১০ জুন) বিজিএমইএ’র পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইউএসজিবিসি এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান টেকসই, স্বাস্থ্যসম্মত ও ন্যায়নীতি অনুসরণ করে ভবন ও শহর প্রতিষ্ঠায় অনবদ্য অবদান রেখেছে, তাদের জন্য ২০২১ ইউএসজিবিসি লিডারশিপ অ্যাওয়ার্ড ঘোষণা করেছে।

তৈরি পোশাক শিল্পখাতে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার বিষয়ে শিল্পকে নেতৃত্ব দেয়ার জন্য ইউএসজিবিসি বাংলাদেশ

পোশাক শিল্পের মুখপাত্র প্রতিষ্ঠান বিজিএমইএ কে ২০২১ ইউএসজিবিসি লিডারশিপ এওয়ার্ডের সম্মাননার তালিকায় রেখেছে।