পুঁজিবাজার ১০টায় শুরু চলবে ২টা পর্যন্ত

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ১০:২৬ এএম পুঁজিবাজার ১০টায় শুরু চলবে ২টা পর্যন্ত
ফাইল ফটো।

ব্যাংকের সঙ্গে সমন্বয় করে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ আগস্ট) বন্ধ ছিল পুঁজিবাজারে লেনদেন। আজ সোমবার (২ আগস্ট) দেশের পুঁজিবাজারে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়েছে। শেষ হবে দুপুর ২টায়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির তথ্য মতে, ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে রোববার (১ আগস্ট) দেশের পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখা হয়। তবে সোমবার (২ আগস্ট) থেকে লেনদেন শুরু হয়। এদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়। শেষ হবে দুপুর ২টায়। সঙ্গে ১৫ মিনিট করে ওপেনিং ও ক্লোজিং সেশন থাকবে। 

এ বিষয়ে ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, করোনার কঠোর বিধিনিষেধে সীমিত পরিসরে পুঁজিবাজারে লেনদেন চলবে। আগস্টের প্রথম সপ্তাহে সোম ও মঙ্গলবার লেনদেন হবে। এরপর বুধবার লেনদেন বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার একই নিয়মে লেনদেন হবে।

উল্লেখ্য, সর্বশেষ বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হয়।


জাগরণ/এসকেএইচ