‘প্রণোদনার ঋণের অপব্যবহার হলে কঠোর ব্যবস্থা’

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১১:২৮ এএম ‘প্রণোদনার ঋণের অপব্যবহার হলে কঠোর ব্যবস্থা’

সরকার ঘোষিত প্রণোদনার ঋণের অপব্যবহার হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এ লক্ষে রোববার (১ আগস্ট) সব ব্যাংককে চিঠি পাঠিয়ে পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রণোদনার ঋণের গ্রাহকভিত্তিক বিস্তারিত তথ্য পাঠাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

একইসঙ্গে সুদ ভর্তুকির তথ্যও জানাতে বলা হয়েছে ওই চিঠিতে।

গত ২৯ জুলাই মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির লিখিত বক্তব্যে বলেছিলেন, প্রণোদনার ঋণের কোনো অপব্যবহার হয়েছে কিনা তা বিশেষ তদন্ত হবে।

তার দুদিন পর কেন্দ্রীয় ব্যাংক এই চিঠি পাঠাল।

কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, ব্যাংক থেকে তথ্য পাওয়ার পর কেস টু কেস মূল্যায়ন করে বিশেষ তদন্ত করা হবে।

তিনি বলেন, এসব ঋণে সরকার ৪ থেকে সাড়ে ৪ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। সুতরাং যে উদ্দেশে ঋণ দেয়ার কথা তার বাইরে অন্য খাতে দেয়া হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এক্ষেত্রে অনিয়মের ধরন বিবেচনা করে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি।

জাগরণ/এসএসকে