সফটওয়্যার রপ্তানিতে ভর্তুকির সময় বাড়ল

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৮, ০৩:৫৪ পিএম সফটওয়্যার রপ্তানিতে ভর্তুকির সময় বাড়ল

সফটওয়্যার, হার্ডওয়্যার এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সেবা রপ্তানির বিপরীতে ভর্তুকি সময় আরও বাড়ানো হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এমনটি জানানো হয়। প্রজ্ঞাপনটি একইদিন বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার (এডি- অথরাইজড ডিলার) ব্যাংক বরাবর প্রেরণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়- বাংলাদেশ হতে সফটওয়্যার, আইটিইএস (ইনফরমেশন টেকনোলজি এনাবল্ড সার্ভিস) ও হার্ডওয়্যার রপ্তানির বিপরীতে রপ্তানি ভর্তুকি প্রদান সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত এফই (ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট) সার্কুলারের ৫(খ) অনুচ্ছেদ আংশিক সংশোধনপূর্বক জানানো যাচ্ছে যে, ২০১৭-১৮ অর্থবছরে জাহাজীকৃত/রপ্তানিকৃত ভর্তুকি প্রদানযোগ্য পণ্য/সেবার বিপরীতে যেসব ভর্তুকির আবেদন এফই সার্কুলার (প্রজ্ঞাপন) নম্বর ৩, তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ জারির পূর্বে রপ্তানিমূল্য প্রত্যাবাসনের নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা সম্ভব হয়নি, সেসব আবেদন এ সার্কুলার জারির তারিখ হতে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় দাখিল করা যাবে।

কেএ/জেডএস