পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ১২:০৩ পিএম পেঁয়াজের দাম কমতে শুরু করেছে
ফাইল ফটো

পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। রাজধানীর শ্যামপুর বাজারে সপ্তাহ ব্যবধানে পাইকারিতে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ১২ টাকা।

মূলত আমদানি শুল্ক কমানোর কারণেই এই মসলাজাতীয় পণ্যের দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা। একইসঙ্গে দুর্গাপূজার পর স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানান তারা।

তবে কারওয়ান বাজারে পাইকারিতে ৫৮ টাকা এবং একই বাজারে খুচরা বিক্রি হচ্ছে ৬৪ টাকা দরে।

মহল্লার মুদি দোকানগুলোতে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা দরে।

জাগরণ/এমএ