বিশ্ববাজারে টানা ৬ সপ্তাহ কমলো তেলের দাম

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১২:২৮ পিএম বিশ্ববাজারে টানা ৬ সপ্তাহ কমলো তেলের দাম

বিশ্ববাজারে চলতি সপ্তাহেও জ্বালানি তেলের দাম কমেছে। এ নিয়ে টানা ছয় সপ্তাহ এর মূল্য হ্রাস পেলো। সপ্তাহের হিসাবে ২০১৮ সালের পর টানা এতদিন তেলের দরপতন হলো। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, করোনার নতুন ধরন ওমিক্রনের ধাক্কায় তেলের বাজারে মন্দাভাব সৃষ্টি হয়েছে। এছাড়া এই পরিস্থিতিতে বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের (ওপেক) সরবরাহ বৃদ্ধিও এর অন্যতম কারণ।

চলতি সপ্তাহে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারের দাম কমেছে ২.৮ শতাংশ। অন্যদিকে, শনিবার (৪ ডিসেম্বর) বিশ্ববাজারে ডব্লিউটিআই তেলের দর ০.৩৬ শতাংশ পড়েছে। মানে ০.২৪ ডলার কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৬৬ দশমিক ২৬ ডলারে। 

অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের মূল্য ০.৩০ শতাংশ হ্রাস পেয়েছে। অর্থাৎ ০.২১ ডলার কমে বিকোচ্ছে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ৮৮ ডলারে। এছাড়া হিটিং অয়েলের দাম ০.২৪ শতাংশ পতন হয়েছে। মানে ২ দশমিক ০৯৮ ডলার কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে। অয়েল প্রাইস ডটকমে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষকরা বলছেন, ওমিক্রন আরও আতঙ্ক ছড়ালে বিশ্বব্যাপী তেলের চাহিদা স্বাভাবিকভাবেই কমবে। কারণ, প্রতিটি দেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করবে। এতে আমদানি-রপ্তানি কমে যাবে। এই আশঙ্কার মধ্যে তেলের সরবরাহ বাড়লে আন্তর্জাতিক বাজারে এর মূল্য আরও হ্রাস পাবে।

জাগরণ/এসএসকে