শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন না করার আহ্বান শিক্ষামন্ত্রীর 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০, ০১:৩৩ পিএম শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন না করার আহ্বান শিক্ষামন্ত্রীর 
মিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের দাবি-দাওয়া থাকলে সেগুলো আমাদের (শিক্ষা মন্ত্রণালয়) জানাতে হবে। দাবি যুক্তিযুক্ত হলে আমরা দেখবো।আমার অনুরোধ,কোনোভাবেই শিক্ষার্থীদের জিম্মি করে কোনো  আন্দোলন করবেন না। শেখ হাসিনার সরকারের সময় কোনো দাবির জন্য আন্দোলন করতে হয় না। এমনিতেই সব ধরনের প্রয়োজন মিটানোর ব্যবস্থা করা হয়। কারণ শিক্ষাকে তিনি সর্বাধিক গুরুত্ব দেন।


বুধবার (০১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষামন্ত্রী একথা বলেন।

ডা. দীপু মনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিষয়টি এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বোর্ডের (ইউজিসি) কাছে আছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। দেখা শেষে আমাদের কাছে তথ্য এলে তারপর আমরা দেখবো কী করা যায়।

এসময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ প্রমুখ।

বিএস