ঢাবির দুই হলে ঢুকে পড়লেন শিক্ষার্থীরা  

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০২:৫০ পিএম ঢাবির দুই হলে ঢুকে পড়লেন শিক্ষার্থীরা  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও একুশে হলে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে স্লোগান দিতে দিতে তারা হলে ঢুকেছেন বলে জানা গেছে। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

হল খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

ঢাবির একাধিক শিক্ষার্থী বলেন, “এক বছর হল বন্ধ। আমরা আর বাড়িতে অবস্থান করতে পারছি না। তাই এখন থেকে হলে অবস্থান করব।” 

কর্মচারীরা বাধা দিয়েছে কিনা জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, “কর্মচারীরা আমাদের দেখার সঙ্গে সঙ্গে নিজেরাই হলের তালা খুলে দিয়েছেন। আমাদের কেউ বাধা দেয়নি।” 

এ বিষয়ে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারকে একাধিকবার ফোন দেওয়া হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, “আমি এ বিষয়টি জানি। ইতোমধ্যে আমি হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার জন্য বলে দিয়েছি।”

অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ বলেন, “শিক্ষার্থীরা হলে ঢুকলেও এখন বের হয়ে গেছে। ওরা যদি হলে প্রবেশ করে, সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।”