জাবি শিক্ষার্থীদের বিক্ষোভে প্রশাসনের বাধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৯:৪৫ এএম জাবি শিক্ষার্থীদের বিক্ষোভে প্রশাসনের বাধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করলে আন্দোলনরত শিক্ষার্থীদের বাধা দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলে তারা ‘সরকারি সরকারি/ জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর, গেরুয়াতে ছাত্র মারে/ প্রশাসন কী করে’ বলে স্লোগান দেন।

এদিকে মিছিলটি নতুন কলা ভবন অতিক্রম করলে প্রক্টরিয়াল টিম তাদের থামায়।

এসময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। তিনি শিক্ষার্থীদের সরকারি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে বলেন।

তবে প্রশাসনের বাধা উপেক্ষা করে মিছিল উপাচার্য বাসভবনের দিকে এগিয়ে গেলে পরিবহন চত্ত্বরের সামনে আবারও তাদের আটকায় প্রক্টরিয়াল টিম।

এসময় শিক্ষার্থীদের নিয়ে পুরাতন রেজিস্ট্রার অফিসের সামনে নিয়ে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে রাত সাড়ে নয়টায় স্থানীয়দের হামলায় আহত শিক্ষার্থীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জলন করেন শিক্ষার্থীরা।