কলিমউল্লাহ’র বিদায়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ

রংপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২১, ১২:০১ পিএম কলিমউল্লাহ’র বিদায়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর শেষ কর্মদিবস ছিল রোববার (১৩ জুন)। তার বিদায়ে রাত ৮টায় পুরো ক্যাম্পাসে মিষ্টি বিতরণ, আতশবাজিসহ আগরবাতি প্রজ্বলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

ড. কলিমউল্লাহকে বেরোবির ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় ২০১৭ সালের ১ জুন। সে হিসেবে চলতি বছরের ৩১ মে তার ৪ বছর মেয়াদ শেষ হয়। কিন্তু তিনি ২০১৭ সালের ১৪ জুন ক্যাম্পাসে যোগদান করায় ২০২১ সালের ১৩ জুন তার শেষ কর্মদিবস ছিল।

সম্প্রতি নানা ইস্যুতে আলোচিত ছিলেন ড. কলিমউল্লাহ। তার বিদায়ে আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের জিরো পয়েন্টে তার কুশপুতুল উল্টো করে ঝুলিয়ে রাখা, সেন্ট্রাল মাঠে আতশবাজি, শেখ রাসেল মিডিয়া চত্বরে আগরবাতি প্রজ্বলনসহ পুরো ক্যাম্পাসে পরস্পরের মাঝে মিষ্টি বিতরণ করেন সাধারণ শিক্ষার্থীরা। সবশেষে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে কলিমউল্লাহ’র বিদায়ে ‘গণক্রন্দন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়।